ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই জাত চেনাচ্ছেন দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী ও মেয়েদের এককের শীর্ষ বাছাই অ্যাশলেইগ বার্টি। নিজ দেশের কোর্টে গ্র্যান্ড স্লাম না জেতার আক্ষেপ ঘোচাতে তাকে অতিক্রম করতে হবে আর কেবল একটি ধাপ।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রেখেছেন অজিকন্যা।
দীর্ঘ ৪০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম কোনো অজি হিসেবে ফাইনালে পৌঁছালেন বার্টি। ১৯৮০ সালে ক্রিস ও’নিলকে হারিয়ে সবশেষ অস্ট্রেলিয়ান নারী হিসেবে আসরের ফাইনালে খেলেছিলেন ওয়েন্ডি টার্নবুল।
প্রথম সেটে ৫১তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিয়াসকে দাঁড়াতেই দেননি ২৫ বছর বয়সী বার্টি। একপেশে ম্যাচে প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে নেন মেয়েদের নাম্বার ওয়ান। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরার চেষ্টা করেও পেরে ওঠেননি কিয়াস। ৬-৩ ব্যবধানে হেরে শেষ করেন অভিযান।
খেলা শেষে কোর্টে দাঁড়িয়ে পারফরম্যান্সে সন্তুষ্ট বার্টির ভাষ্য ছিল, ‘আমি এখানে আমার সেরা টেনিস খেলতে পেরে খুশি।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড