ক্রীড়া ডেস্ক
তুমুল প্রতিদ্বন্দ্বীতায় ঠাঁসা ম্যাচ। রড লেভার অ্যারেনায় আরেকটি ম্যারাথন লড়াই। ছেলেদের এককে দ্বিতীয় বাছাই রাশিয়ান ড্যানিল মেদভেদেভের সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা নিলেন কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই জিতলেন মেদভেদেভের। ৪ ঘণ্টা ৪২ মিনিটের ম্যারাথনে নবম বাছাই আলিয়াসিমের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছেন তিনি।
প্রথম সেটেই টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে হেরে যান রাশিয়ান তারকা। দ্বিতীয় সেটে রীতিমতো দাপট দেখিয়ে ৬-৩ ব্যবধানে জিতে নেন আলিয়াসিমে। বড় কিছু ঘটানোর বার্তাই দিয়েছিলেন তিনি।
তৃতীয় সেটে হেরে বসলেই নিতেন বিদায় রাফায়েল নাদালের সঙ্গে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের দাবিদার হয়ে ওঠা অভিজ্ঞ মেদভেদেভ। জিতলেন ঠিকই, প্রতিপক্ষের শক্ত চ্যালেঞ্জ পার হয়ে ৭-৬ ব্যবধানে।
চতুর্থ সেটেও লড়াই জমেছিল। ৭-৫ ব্যবধানে জিতে দারুণ প্রত্যাবর্তনে ম্যাচটি শেষ সেট পর্যন্ত টেনে নেন মেদভেদেভ। আর পেরে ওঠেননি আলিয়াসিমে। শেষ সেট ৬-৪ ব্যবধানে জিতে সেরা চারে পৌঁছে যান মেদভেদেভ।
রড লেভার অ্যারেনায় আগের খেলায় ইতালির জান্নিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছেন গ্রিক তারকা স্টেফানো সিৎসিফাস।
দুই ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে দাপট দেখানো চতুর্থ বাছাই সিৎসিফাস ৬-৩, ৬-৪ ও ৬-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট কাটেন তিনি।
পাঁচটি বড় আসরের কোয়ার্টার ফাইনালে সবকটিই জিতেছেন সিৎসিফাস । কিন্তু এখনও কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি তিনি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবেন মেদভেদেভে ও সিৎসিফাস।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড