ক্রীড়া প্রতিবেদক
কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন আল-আমিন হোসেন। এই বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স।
এরই মধ্যে আল-আমিনের বদলি হিসেবে আলাউদ্দিন বাবুকে দলে নিয়েছে সিলেট। বদলি ক্রিকেটার হিসেবে তাকে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতিও দিয়েছে বিপিএলের গর্ভর্নিং কাউন্সিল।
বিপিএলের এবারের আসরে সিলেট ২ ম্যাচ খেলে ফেললেও কোনোটিতেই খেলা হয়নি আল-আমিনের। মূলত তার চোটের কারণেই তার জন্য অপেক্ষা করছিল দলটি। তবে শেষ পর্যন্ত পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি পেসার।
সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন আল-আমিন। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন এই টাইগার পেসার। যেখানে ৬ ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ৩২ রানে ৩ উইকেট।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড