ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ার সেরা বোলিংয়ে নৈপুণ্যে চলমান বিপিএলে সিলেট সানরাইজার্সকে প্রথম জয় এনে দিয়েছেন নাজমুল ইসলাম অপু। কিন্তু এরপরই অপু ও সিলেটকে পেতে হল দুঃসংবাদ। চোট পাওয়ায় ম্যাচের পরপরই সেলাই লেগেছে এই স্পিনারের হাতে। এতে করে বিপিএলের বাকি অংশে যে তাকে পাওয়া যাচ্ছে না সেটি অনেকটাই নিশ্চিতই বলা যায়।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিনিস্টার ঢাকার ইনিংসের ত্রয়োদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন অপু। সেই ওভারে নাঈম শেখ ও আন্দ্রে রাসেলকে শিকার করেন তিনি। যা ম্যাচের মোড় ঘুরিয়ে চালকের আসনে বসায় সিলেটকে। তবে সেই ওভারেই চোট বাঁধান অপু। এরপর আরও দুটি উইকেট পান অপু, ফিল্ডিংও করেছেন পুরো সময়জুড়ে। তবে সবই করেছেন এই চোটকে সঙ্গী করে। ১৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা অপুকে ম্যাচের পরপরই ছুটতে হয় হাসপাতালে।
সেখানে অপুর হাতে পড়েছে সেলাই। আপাতত তাই বল-ব্যাট থেকে দূরে থাকতে হবে এই ক্রিকেটারকে।
প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ২ উইকেটে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন অপু। দ্বিতীয় ম্যাচে তো দলের জয়ের নায়ক তিনিই। অপুর এই চোটে তাই বড়সড় ধাক্কাই খেল সিলেট সানরাইজার্স।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড