ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। দলটির ক্রিকেটারদের জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।
আজ সোমবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সময়ে দুই ওভার বল কম করায় ভারতীয় দলের সবাইকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।
দায় স্বীকার করে শাস্তি মেনে নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কেপ টাউনে গতকাল রবিবারের (২৩ জানুয়ারি) তৃতীয় ওয়ানডেতে ৪ রানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড