ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভার করতে এসে দুঃস্বপ্নের মতো এক ওভার বোলিং করলেন খুলনা টাইগার্সের স্পিনার সোহরাওয়ার্দী শুভ। এক ওভারে ২৩ রান খরচ করেন অর্থোডক্স স্পিনার।
আজ সোমবার (২৪ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ঝড়ের গতিতে ইনিংস শুরু করেন চট্টগ্রামের ক্যারিবিয়ান ব্যাটার কেনার লুইস ও ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। শুভর করা ম্যাচের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলে অর্থাৎ বৈধ প্রথম বলটিতে ছক্কা হাঁকান লুইস। পরের বলে এক রান নিয়ে স্ট্রাইকে যান জ্যাকস। নিজের মোকাবিলা করা প্রথম বলটিতে কোনো রান পাননি জ্যাকস। ওভারের বৈধ চতুর্থ বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন এই ইংলিশ ব্যাটার। তারপরের বলটি ছক্কা হাঁকান জ্যাকস। শেষ বলে এক রান নেন তিনি। ফলে ওভারে আসে মোট ২৩ রান।
এর আগে বিপিএলে ইনিংসের প্রথম ওভারে ২৩ রান দেননি আর কোনো বোলার। অর্থাৎ সোহরাওয়ার্দী শুভর দেওয়া এই ২৩ রানই এখন ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ রান।
অবশ্য আগের রেকর্ডটিও খুব পিছিয়ে নেই। ২০১৯ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে এমন উড়ন্ত সূচনা পেয়েছিল চট্টগ্রাম ভাইকিংস। রাজশাহীর বোলার কামরুল ইসলাম রাব্বিকে তুলোধুনা করে ২২ রান নিয়েছিলেন চট্টগ্রামের মোহাম্মদ শাহজাদ।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড