ক্রীড়া প্রতিবেদক
বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে মাশরাফি বিন মোর্ত্তজা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বশেষ এক বছরেরও বেশি সময় আগে খেলেছেন দেশের ক্রিকেটের সেরা এই অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে নামার আগে অবশ্য ঘাম ঝরিয়েছেন ফিট হয়ে ওঠার জন্য। তবে চোটের কারণে বিপিএলে দলের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি।
বিশ্রাম শেষে আবারো অনুশীলনে ফিরেছেন মাশরাফি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে মিনিস্টার ঢাকায় ডেরায় রয়েছেন মাশরাফি। এখন পর্যন্ত ঢাকা দুটি ম্যাচ খেলে ফেললেও মাশরাফির এখনো মাঠে নামা হয়নি। চোটের কারণে কয়েকদিন বিশ্রামে ছিলেন তিনি। তবে বিশ্রাম শেষে আজ রবিবার (২৩ জানুয়ারি) আবারো অনুশীলনে ফিরেছেন এই ৩৮ বছর বয়সী তারকা।
এদিন মিরপুরে ওয়ার্ম আপ, স্কিল ট্রেনিং, বোলিং সবই করেছেন মাশরাফি। ফুল রানআপে বল ডেলিভারি করেছেন। যদিও মাশরাফিকে ঢাকার তৃতীয় ম্যাচে দেখার সম্ভাবনা ক্ষীণ। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও এক-দুই ম্যাচ নিজেকে প্রস্তুত করার সময় পেতে পারেন মাশরাফি।
আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে মিনিস্টার ঢাকা। মিরপুরের হোম অব ক্রিকেটে ফরচুন বরিশালের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায়। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে ঢাকা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড