ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। বর্তমানে চট্টগ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে, প্রচন্ড মাথাব্যথা অনুভব করায় গত রোববার (১৬ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন তিনি।
ইউসুফের পাশাপাশি করোনা পজিটিভ হয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন স্বাধীনতাত্তোর ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। তারও আগে গত শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা পজিটিভ হন আরেক অভিজ্ঞ সংগঠক অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম।
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড