• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুখের সন্ধানে বার্সেলোনা ছেড়েছেন যিনি!

  অধিকার ডেস্ক    ১০ অক্টোবর ২০১৮, ১০:৩৪

পাকো আলকাসের
পাকো আলকাসের; (ছবি : সংগৃহীত)

পাকো আলকাসের। ২০১৬-১৭ মৌসুমের শুরুতে তিন কোটি ইউরোর বিনিময়ে তাকে ভ্যালেন্সিয়া থেকে দলে টেনেছিল বার্সেলোনা। কিন্তু ন্যু ক্যাম্পে স্পেনের এই স্ট্রাইকারের ঘাড়ে যেন চেপে বসেছিল একগাদা বোঝা! সামর্থ্যের ছিটেফোটাও মেলে ধরতে পারেননি অালকাসের। ফল? নিজেকে হারিয়ে খুঁজছিলেন দারুণ সম্ভাবনাময় এই তরুণ!

শুরুতে সেরা একাদশে অালকাসেরের প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। ব্রাজিলিয়ান তারকা নেইমার পিএসজিতে পাড়ি জমালে শূন্যস্থান পূরণে ফ্রান্সের ওসমান ডেম্বেলেকে কেনে বার্সা। ফলে উপেক্ষিতই থেকে যান অালকাসের। কাতালানদের হয়ে গেল দুই বছরে স্প্যানিশ লা লিগায় মোটে ৩৭ ম্যাচে মাঠে নামেন তিনি। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল ১৪ ম্যাচে!

বেঞ্চ গরম করা অার বাজে ফর্মের খেসারত দিয়ে আলকাসের জায়গা হারান স্পেন জাতীয় দলেও। যদিও লা রোহাদের হয়ে অান্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সাফল্যে মোড়ানো। সবকিছু মিলিয়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অালকাসের। হাঁসফাঁস করছিলেন নতুন ঠিকানায় যেতে। একটু সুখের খোঁজে! সে সুযোগ অাসে চলতি মৌসুমের শুরুতে।

বরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলতে পাঠানো হয়েছে অালকাসেরকে। অার তাতেই একেবারে বাজিমাত! অালকাসের জ্বরে কাঁপছে জার্মান বুন্দেসলিগা। লিগে মাত্র ৩ ম্যাচ খেলে বল প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৬ বার! প্রতি ম্যাচেই অাবার মাঠে নেমেছেন বদলি হিসেবে। সর্বসাকুল্যে খেলেছেন ৮১ মিনিট! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ খেলে সেখানেও গোল পেয়েছেন অালকাসের।

তাতে সুখ ফিরে এসেছে সাবেক ভ্যালেন্সিয়া ফরোয়ার্ডের জীবনে। তিনি ফিরে পেয়েছেন অাত্মবিশ্বাস। ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে স্পেন স্কোয়াডেও ঠাঁই মিলেছে। একেবারে সোনায় সোহাগা! তা বর্তমান সময়ের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা ছেড়ে ডর্টমুন্ডে এসে নিজেকে ফিরে পেতে শুরু করা অালকাসের কী ভাবছেন? তার ভাষ্য মতে, 'শেষ পর্যন্ত, সবকিছুই সিদ্ধান্ত নেওয়ার ওপর নির্ভরশীল।'

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি অারও বলেন, 'বছরের পর বছর বার্সেলোনায় থাকা, কোনো কার্যকর ভূমিকা ছাড়াই; অাসলে অামি যেভাবে চাইছিলাম সেভাবে সবকিছু চলছিল না।'

'অামি অন্য কোথাও খেলার সময় খুঁজে বের করার সিদ্ধান্ত নিই। অাত্মবিশ্বাসী একজন খেলোয়াড় সব সময়ই অাত্মবিশ্বাসহীন একজনের চেয়ে ভালো। অামি (বার্সেলোনা) ছেড়েছি কারণ অামি সুখী হতে চেয়েছি, আর সেটা মাঠে খেলেই।'