ক্রীড়া ডেস্ক
হাতে বলের আঘাত নিয়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (সিএসজি) শ্বাসরুদ্ধকর ড্র শেষে এই খবর নিশ্চিত করেছেন সফরকারী অধিনায়ক জো রুট।
চলমান অ্যাশেজে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বাটলার। আট ইনিংসে সব মিলিয়ে রান করেছেন মোটে ১০৭। এরপরও দলের অন্যতম সেরা এই ব্যাটারের ছিটকে যাওয়ায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক।
চতুর্থ ম্যাচ শেষে রুট বলেন, ‘এই ম্যাচ শেষে জস বাটলার বাড়ি ফিরে যাচ্ছে। চোট খুব বাজে ছিল। হোবার্টে তাকে না পাওয়া সত্যিই হতাশার ও দুঃখজনক। দলের জন্য সে যেভাবে দাঁড়িয়েছিল, তা তার জাত চিনিয়েছে।’
স্টোকস আউট হওয়ার পর জনি বেয়ারস্টোর সঙ্গে শেষ সেশনে ১০.১ ওভার খেলে ২৫ রানের জুটি গড়েছিলেন বাটলার। ৩৮ বল খেলে ১১ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি।
পঞ্চম দিনের শেষ দুই ওভারে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের অবিচ্ছিন্ন শেষ জুটিতে ড্র করে ইংল্যান্ড। আগামী শুক্রবার হোবার্টে হবে সিরিজের শেষ ম্যাচ, এটি হবে দিবারাত্রির।
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড