ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরুর আগে দুটি প্রীতিম্যাচ খেলে প্রস্তুতি সারলো বাংলাদেশ। জাপানের কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে। আজ রোববার (১২ ডিসেম্বর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে আশরাফুলরা।
সর্বশেষ আসরের যুগ্ম চ্যাম্পিয়ন দলটির সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৪৫ মিনিট। প্রথম কোয়ার্টার পূর্ণ ১৫ মিনিট হলেও পরের তিন কোয়ার্টার হয়েছে ১০ মিনিট করে।
শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল বাংলাদেশেই। প্রথম কোয়ার্টারে গোল করে দলকে লিড এনে দেন রাকিবুল হাসান রকি। এক গোল দিয়ে পরের চার গোল খেয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।
শিরোপা জিততে ঢাকায় আসা পাকিস্তান দলটিকে সেভাবে সিরিয়াস খেলতে দেখা যায়নি। প্রকৃতপক্ষে একটি ওয়ার্মআপ সেশনই যেন শেষ করল দুই দল।
আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনে জাপানের বিপক্ষে।
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড