• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাতারকে ‘হোম ভেন্যু’ বানাচ্ছে আফগানিস্তান

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩০
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

নিরাপত্তাজনিত কারণে নিজেদের ঘরের মাঠে ক্রিকেট খেলতে পারে না আফগানিস্তান ক্রিকেট দল। এতদিন ভারতের দেরাদুন ও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলেছে তারা। এবার প্রথমবারের মতো মধ্যপ্রাচের আরেক দেশ কাতারকে হোম ভেন্যু বানাতে যাচ্ছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা।

আগামী বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই মাঠে গড়াবে দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করা দেশটি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড