• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টোকসের চোটে দুশ্চিন্তায় ইংল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২১, ১৭:০১
বেন স্টোকস (ছবি: সংগৃহীত)

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর চোটে পড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাকে ইংল্যান্ড দলের মেডিক্যাল স্টাফরা পুরো রাত পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝ পথে বাউন্ডারির দিকে ছুটে যাওয়া একটি বল তাড়া করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান স্টোকস। প্রথম স্পেলে মাত্র তিন ওভার বোলিং করেন তিনি।

এরই মধ্যে একটি নো বলে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেছিলেন বিরতি থেকে অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরা স্টোকস। মধ্যাহ্নভোজের আগে আরও দুটি নো বল করেছিলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে তিনটি উইকেট তুলে নিয়েছেন অলি রবিনসন। এরই মধ্যে টানা দুই বলে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিনকে আউট করেছেন তিনি।

অবশ্য শেষ সেশনে বোলিং করতে দেখা যায়নি স্টোকস। যদিও ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস জানিয়েছেন, সুস্থই আছেন স্টোকস।

এ প্রসঙ্গে লুইস বলেন, 'হ্যা বেন আজ ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছে তাই সে ফুল পেসে বল করতে পারেনি দিনের শেষদিকে। আমাদের মেডিক্যাল টিম তাকে পুরো রাত পর্যবেক্ষণে রাখবে এবং আমরা দেখবো তার কেমন উন্নতি হয়।'

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড