• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইকেট বাঁচাতেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ!

  ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪১
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের একটা বড় অংশ। নিজেদের অবস্থান থেকে শুধু ম্যাচ বাঁচানোর লড়াইটাই করা যেতে পারে। এই অবস্থানে থেকেও ঢাকা টেস্টে হারের মুখে আছে বাংলাদেশ। চতুর্থ দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ফলো-অনে পড়ার শঙ্কায় আছে টাইগাররা।

পাকিস্তানের ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭৬ রান নিয়ে দিন শেষ করেছে, উইকেটের পতন ঘটেছে ৭টি। স্বভাবতই জেগেছে ম্যাচ হারের সংশয়। আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে রীতিমত উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা।

সাদমান ইসলাম ছাড়া আর টেস্ট মেজাজে ব্যাটিংয়ের প্রয়াস দেখাননি কেউই। দিনের খেলা শেষে ৩০ রান করা নাজমুল হোসেন শান্ত জানালেন, উইকেট না হারানোর লক্ষ্যেই আগ্রাসী ব্যাটিং করেছেন তারা।

শান্তর দাবি, এই উইকেটে রক্ষণাত্মক ব্যাটিং করলে উইকেট হারানোর সম্ভাবনা বাড়ত। আর এ কারণেই যেন নিজ নিজ পছন্দের শট খেলার চেষ্টা করে আত্মাহুতি দিয়েছেন সবাই!

ব্যাটিংয়ে নামার আগে কী পরিকল্পনা ছিল, তা জানতে চাইলে শান্ত বলেন, ‘সাধারণ পরিকল্পনাই ছিল। যার যার ন্যাচারাল গেম খেলার পরিকল্পনা ছিল। ও রকম আলাদা কোনো পরিকল্পনা ছিল না।’

আগ্রাসী ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আগ্রাসী ব্যাটিংয়ের একটা কারণ ছিল- উইকেটে যত রক্ষণাত্মক খেলবেন তত কঠিন হয়ে উঠবে। এখানে রান করাও গুরুত্বপূর্ণ। এজন্য ব্যাটাররা যার যে শটে ভালো দক্ষতা আছে তারা সেই শট খেলতে চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দুর্ভাগ্যবশত এক্সিকিউশন ওরকম হয়নি। এই উইকেটে রক্ষণাত্মক থাকলেই সমস্যা হত।’

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড