• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ ডিসেম্বর থেকে শুরু বিসিবি একাডেমি কাপ 

  ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একাডেমি কাপ। ডিভিশনাল চ্যাম্পিয়নশিপটি ১০ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর।

এরপর ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা মেট্রো চ্যাম্পিয়নশিপ, আর শেষ হবে ১৫ জানুয়ারি। সর্বশেষ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২২ জানুয়ারি থেকে। এই টুর্নামেন্ট শেষ হবে ২২ জানুয়ারি।

পুরো টুর্নামেন্টটি হবে দুই টায়ারে। এখানে অংশ নিচ্ছে সর্বোচ্চ ১৪০টি একাডেমি। এর মধ্যে ঢাকা মেট্রো থেকে ৪৮টি, বরিশাল থেকে ৮টি, ঢাকা নর্থ থেকে ১২টি, ঢাকা সাউথ থেকে ১২টি দল সর্বোচ্চ অংশ নিতে পারবে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহী থেকে ১২টি, খুলনা থেকে ১২টি, রংপুর থেকে ১২টি ও সিলেট থেকে ৮টি একাডেমি অংশ নিতে পারবে।

এদিকে ডিভিশনাল লেভেলে সর্বোচ্চ ৭৭টি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এর মধ্যে ঢাকা মেট্রোতে আয়োজন করা হবে ৪১টি ম্যাচ।

এই টুর্নামেন্টের ম্যাচগুলো খেলা হবে ঢাকা, রাজশাহী ও রাজশাহীতে। যদিও ম্যাচ উইকেট নয় এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজন হবে টার্ফের উইকেটে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড