• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুম্বাই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত

  ক্রীড়া ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২১, ২০:৪১
ছবি: সংগৃহীত

মুম্বাই টেস্টে ভারতের চেয়ে এখনো ৪০০ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। সফরকারীদের হয়ে হ্যানরি নিকোলস ৩৬ ও ২ রান নিয়ে অপরাজিত আছেন রাচিন রবীন্দ্র।

এর আগে দ্বিতীয় দিন ২৬৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৯ রান।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ১০৭ রান। ব্যক্তিগত ৪৭ রান করে আউট হয়েছেন পূজারা।

আর ৬২ রান তুলে সাজঘরে ফিরে গেছেন মায়াঙ্ক। তিন রানের আক্ষেপে পুড়েছেন শুভমান গিল। ৪৭ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার। এরপর বিরাট কোহলির ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ২৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। রবীচন্দ্রন অশ্বিনের স্পিন ঘূর্ণিতে নাকাল নিউজিল্যান্ডের তিন টপ অর্ডার ব্যাটার। টম লাথাম ৬ রান করে ফেরার পর ৬ ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার উইলি ইয়ং।

এদিন ২০ রান করে ফিরে গেছেন তিনি। আর রস টেলর আউট হয়েছেন ৬ রানে। যদিও একপ্রান্ত আগলে রেখে ড্যারেল মিচেল খেলেছেন ৬০ রানের ইনিংস।

শেষ দিকে কোনো রান না করে টম ব্লান্ডেল ফিরে গেলে রাচিন রবীন্দ্রকে নিয়ে দিনের খেলা শেষ করেন নিকোলস।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৩২৫/১০ (১০৯.৫ ওভার) (আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯)

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৬২/১০ (২৮.১ ওভার) (জেমিসন ১৭,লাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৭৬/৭ (৭০ ওভার) (পূজারা ৪৭, আগারওয়াল ৬২, কোহলি ৩৬; প্যাটেল ৪/১০৬, রবীন্দ্র ৩/৫৬)

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৪০/৫ (৪৫ ওভার) (মিচেল ৬০, নিকোলস ৩৬*; অশ্বিন ৩/২৭)

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড