• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুরুষ এককে ভারত, নারী এককে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

  ক্রীড়া ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২১, ২০:১৬
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অভিষেক সাইনি। আর নারী এককে সেরার মুকুট উঠেছে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির মাথায়। আর মিশ্র দ্বৈতের ফাইনালে ২১-১৫,২১-১৮ পয়েন্টে ভারতের প্রতিক রানাদে-অক্ষয়া ওয়ারাং জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শ্রীলঙ্কার শচিন দিয়াস-কাভিদি সিরিমানাগে জুটি।

নারী এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে ২১-১২, ২১-৮ পয়েন্টে স্বদেশী তাসিয়া ফারহানাইলাহকে হারিয়ে শিরোপা জয় করেন পুত্রি কুসুমা ওয়ারদানি। এদিকে নারী দ্বৈতের শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২২-২০, ২১-১২ পয়েন্টে মালয়েশিয়ার কস্তুরি রাধাকৃষ্ণান-ভেনোসা রাধাকৃষ্ণান জুটিকে হারান মেহরিন রিজা-অর্থি সারাহ সুনিল জুটি।

পুরুষ এককের ফাইনালে ২১-১৫, ২১-১৮ পয়েন্টে স্বদেশী রিথভিক সঞ্জিবিকে সতিশকুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভারতের অভিষেক সাইনি। পুরুষ দ্বৈতে জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে ভারতের বক্কা নভনিথ-শ্রীকৃষ্ণ সাই কুমার পোডলি জুটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন শ্রীলংকার শচিন দিয়াস-বুওয়ানেকা গুনাতিলকা।

আজ রোববার (৫ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আমির হোসেন বাহার সহ অন্যান্য কর্মকর্তারা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড