• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব ফেরায় বাদ পড়তে পারেন ইয়াসির

  ক্রীড়া প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২১, ১৪:১২
ইয়াসির আলী রাব্বি (ছবি : সংগৃহীত)

দলের অনুশীলনের তখন দুই ঘণ্টা পেরিয়ে গেছে। তখনো দেখা নেই সাকিব আল হাসানের। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে হঠাৎ করে মিরপুর হোম অব ক্রিকেটের ইনডোরে সাংবাদিকদের হুড়োহুড়ি। কারণ কেবল ইনডোরে এলেন সাকিব। এসেই শুরু করলেন বোলিং।

তখন নেটে বোলিং করছিলেন নাঈম হাসানরা। তদারকি করছিলেন স্পিন কোচ সোহেল ইসলাম। সাকিব ঢুকেই তার সঙ্গে বার্তা বিনিময় করতে করতে বল নিয়ে চলে গেলেন বোলিং প্রান্তে। ব্যাটিং করছিলেন মুমিনুল হক। অনুশীলনে বল মুমিনুলের ব্যাটের কানায় লাগায় উইকেট পাওয়ার ভঙ্গিতে উদযাপনও করলেন সাকিব।

চোট থেকে ফিরে এখন পুরোদমে অনুশীলন করছেন সাকিব। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুমিনুল জানালেন, সাকিবকে নিয়েই ঢাকা টেস্টে নামার পরিকল্পনা করছে দল। সেক্ষেত্রে টিম কম্বিনেশন কেমন হবে সেটিও জানিয়েছেন টেস্ট অধিনায়ক।

মুমিনুল জানান, ৪ জন বোলার ও ৭ জন ব্যাটার নিয়ে খেলবে বাংলাদেশ, ‘সাকিব দলে আসলে একটু সহজ হয়। এখন পর্যন্ত সাকিবের সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। ও আসায় আমরা ৪ বোলার ৭ ব্যাটসম্যান নিয়ে খেলব।’

প্রথম টেস্টে দুই পেসার আর দুই স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। এই ম্যাচেও দুই পেসারের সঙ্গে থাকবেন দুই স্পিনার। আর সঙ্গে তো সাকিব আছেনই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী তিনি।

কেমন হতে পারে দ্বিতীয় টেস্টের একাদশ। মুমিনুল জানিয়েছেন ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন নিয়ে নামবে দল। সেক্ষেত্রে অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। তাকে নিয়ে আজ অনুশীলনে বেশ সময় দিয়েছেন কোচরা। শুরুতে ব্যাটিংও করেছেন তিনি।

তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চারে মুমিনুল, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে সাকিব, সাতে লিটন দাস। বাদ পড়তে পারেন ইয়াসির আলী রাব্বি। মুমিনুল যে আভাস দিলেন, তাতে কপাল পুড়তে পারে চট্টগ্রামে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটসম্যানের। যদি জয়ের অভিষেক না হয় আর শান্ত ওপেনিং করেন তাহলে ইয়াসিরকে দেখা যেতে পারে একাদশে। কিন্তু মুমিনুল ডানহাতি-বাঁহাতি ওপেনারের কথা বলায় সেই সম্ভাবনাও কম। অর্থাৎ বাদ পড়তে যাচ্ছেন ইয়াসির।

আর বোলিংয়েও আসতে পারে পরিবর্তন। পেস আক্রমণে ঢুকতে পারেন তাসকিন আহমেদ। তবে তার অন্তর্ভুক্তির জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করবে দল। পুরোদমে বোলিংয়ে ফিরলেও অধিনায়ক জানিয়েছেন, পরবর্তী নিউজিল্যান্ড সফরের জন্য তাসকিন সম্পূর্ণ ফিট। যদি তিনি বোলিংয়ে আসেন তার সঙ্গে দেখা যেতে পারে আবু জায়েদ রাহীকে। আর না থাকলে রাহীর সঙ্গে থাকবেন ইবাদত হোসেন। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড