• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা টেস্টের আগে অনুশীলনে পাকিস্তানের ৫ ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২১, ১৩:১৫
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ৮ উইকেটের সহজ জয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজ হওয়ায় তাদের এখন আর সিরিজ খোয়ানোর কোনো শঙ্কা নেই। তাই ঢাকা টেস্টের আগে একদিন বাড়তি বিশ্রামের পথেই হেঁটেছে পাকিস্তান।

শনিবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা টেস্ট। তার আগে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন রেখেছে পাকিস্তান। যেখানে যোগ দেননি দলের সব ক্রিকেটার।

তবে অধিনায়ক বাবর আজমের সঙ্গে আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল ও কামরান গুলামরা সকাল ১০টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন।

সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না সৌদ শাকিল ও কামরান গুলাম। আর বাবর, ফাওয়াজ, আজহাররা দলে থাকলেও ব্যাট হাতে প্রত্যাশামাফিক রান করতে পারেননি।

আজ (বৃহস্পতিবার) ঐচ্ছিক অনুশীলন করলেও, ম্যাচের আগেরদিন অর্থাৎ শুক্রবার পুরো দল মিলে পূর্ণাঙ্গ অনুশীলনই করবে পাকিস্তান।

অন্যদিকে বাংলাদেশের আজকের দলীয় অনুশীলন শুরু হবে দুপুর দেড়টা থেকে। যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। আর শুক্রবার সকাল ১০টায় শুরু করে দেড়টা পর্যন্ত অনুশীলন করবে স্বাগতিকরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড