• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের মাটিতে প্রান্তিকের দুর্দান্ত সেঞ্চুরি

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০২১, ১৫:১০
প্রান্তিক নওরোজ নাবিল (ছবি: সংগৃহীত)

প্রান্তিক নওরোজ নাবিলের অসাধারণ এক সেঞ্চুরিতে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ৩০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বুধবার (১ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের যুবারা।

দলীয় ৩০ রানেই অবশ্য ওপেনার মাহফিজুল ইসলামকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। এরপর ব্যাট হাতে লড়াই চালিয়ে যান ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিল। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে তোলেন ৯৫ রান।

৭৫ বলে ৫৭ রান ফিরে যান ইফতেখার ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন প্রান্তিক। ১০৮ বলের এই ইনিংসে ছিল ১৪টি চারের মার। এরপর দলটির হয়ে হাল ধরেন এস এম মেহরাব হোসেন।

৪৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৭০ রানের অপরাজিত অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। শেষ দিকে তার এই ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান তোলে সফরকারী দল।

ভারতের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন । এছাড়া একটি করে উইকেট নেন পিএম সিং রাঠোর, আয়ুশ সিং ঠাকুর ও অনেশ্বর গৌতম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩০৫/৬ (৫০ ওভার) (প্রান্তিক ১০১, মেহরাব ৭০*, ইফতেখার ৫৭; তাম্বে ২/৪৩, গৌতম ১/১৯)

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড