• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ে ফেরত টাইগ্রেসদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

  ক্রীড়া প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২১, ১৮:০৬
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েতে মাঝপথে বন্ধ হওয়া বিশ্বকাপ বাছাই বাতিল ঘোষণায় র‌্যাঙ্কিং অনুযায়ী নিগার সুলতানার দলের সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

গত শনিবার করোনা ভাইরাসের প্রকোপে প্রতিযোগিতা বাতিলের কারণে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। সে কারণে আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) দেশে ফিরছে নিগার সুলতানার দল। দেশে ফিরেই পুরো দলকে যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।

আফ্রিকা মহাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় পূর্বসতর্কতা হিসেবে এই সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় দেশের মাটিতে পা রাখবেন সালমা-জাহানারারা। কিন্তু দারুণ সাফল্যের পরও উষ্ণ অভ্যর্থনা মিলছে না তাদের।

কারণ বাধ্যতামূলক কোয়ারে যেতে হবে নারী দলকে। এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মতামত জানতে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো গণমাধ্যমকেও।

সূচি অনুযায়ী ২০২২ সালের ৪ মার্চে নিউ জিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল।

জিম্বাবুয়েতে বাতিল হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে মাঠে নেমে দুটিতে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় টাইগ্রেসরা। এরপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা। অবশ্য তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড