• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলার তাগিদ কম: ডমিঙ্গো

  ক্রীড়া প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২১, ১৫:৩৫
রাসেল ডমিঙ্গো (ছবি: সংগৃহীত)

ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের জাত চেনালেও লাল বলের ক্রিকেটে এখনো মলিন বাংলাদেশের পারফরম্যান্স। ক্রিকেটের লঙ্গার ভার্সনে মাঠে নামলেই যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন দেশের ক্রিকেটাররা। তাতে টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ দলগুলোকে এখনো চোখ রাঙাতে পারেনি টাইগাররা। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে তুলনামূলক ভালো পারফর্ম করলেও টেস্ট ক্রিকেটে কেন বার বার ব্যর্থ টাইগার ক্রিকেটাররা? এর কারণ খুঁজতে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের অধারাবাহিক পারফরম্যান্স চোখে পড়েছে রাসেল ডমিঙ্গোর। এছাড়া টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের বেশি সময় ধরে ভালো খেলার তাগিদ কম থাকার কারণেই লাল বলের ক্রিকেটে বার বার হোঁচট খেতে হচ্ছে বলে মনে করেন তিনি।

আজ সোমবার (৩০ নভেম্বর) জুম কনফারেন্সে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের পর্যালোচনা করতে গিয়ে এ দক্ষিণ আফ্রিকান বলেন, ‘আমি অনেক উন্নতি দেখেছি। তবে সেটা বেশি সময় ধরে থাকে না। টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের বেশি সময় ধরে ভালো খেলার তাগিদ কম।’

টেস্ট ক্রিকেটে ভাল করার পূর্বশর্ত হলো দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতি সাধন করা। আর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ততটা উন্নত না হওয়ার কারণেই টেস্টে টাইগার ক্রিকেটাররা অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মনে করেন ডমিঙ্গো। তাছাড়া ঘরোয়া লিগ ততটা প্রতিদ্বন্দ্বীতামূলক না হওয়ায় কঠিন মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের চাপ সামলানোর মানসিকতা কম বলে জানান তিনি।

ডোমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ততটা প্রতিদ্বন্দ্বিতামূলক নয়। এখানে ভালো খেলার তাগিদ, আত্মনিবেদন কম। যে কারণে চাপ সামলানোর মানসিকতা এবং সামর্থ্যও কম।’

এদিকে বাংলাদেশের গত এক বছরের টেস্ট পারফরম্যান্স পর্যালোচনা করেছেন ডমিঙ্গো। এ সময় ঘরের মাঠে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রসঙ্গ টানেন তিনি। সেবার সুবিধাজনক অবস্থানে থেকেও ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দুটি টেস্টেই হেরেছিল টাইগাররা। অথচ দায়িত্ব নিয়ে খেলে দুটি টেস্টেই বাংলাদেশের জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের দুটি টেস্টেই জেতা উচিত ছিল। ৩৯৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে একপর্যায়ে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে ম্যাচ বের করে নিয়েছে। আমরা পরের ম্যাচে ২২০ রান করতে গিয়ে শুরুতে বিনা উইকেটে ৭০ রান থাকা অবস্থায়ও চাপে পড়ে গিয়েছিলাম।’

ডোমিঙ্গো যোগ করেন, ‘আমরা ভালো অবস্থা তৈরি করেও তা ধরে রাখতে পারছি না। আমি নিশ্চিত খেলোয়াড়রাও চরম হতাশ। আমরা খুব দরকারি ও গুরুত্বপূর্ণ সময়ে কিছু ভুল করে ফেলছি। হয় লোপ্পা ক্যাচ ফেলে দিচ্ছি, না হয় আলগা শট খেলে উইকেট দিয়ে আসছি। আমরা ভাল খেলাটা বেশি সময় ধরে খেলতে পারছি না, চাপটাও সামাল দিতে পারছি না। যা খুবই হতাশার।’

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড