• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার আবিদকে ফেরালেন তাইজুল, লিডের আশা বাংলাদেশের

  ক্রীড়া ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ১৩:২৪
ছবি : সংগৃহীত

শুরু থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন ডানহাতি ওপেনার আবিদ আলি। একবার ক্যাচের সুযোগ দিয়েও বেঁচে যান ব্যক্তিগত ১১৩ রানের মাথায়। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে একাই পাকিস্তানের ইনিংস টেনে নিচ্ছিলেন এ ডানহাতি ওপেনার।

তাকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি আনলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনে প্রথমবারের মতো আক্রমণে এসে চতুর্থ বলেই আবিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তাইজুল। যার ফলে ৬ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। বাংলাদেশের সামনে এখন লিড নেওয়ার আশা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২১৭ রান। বাংলাদেশের করা ৩৩০ রানের চেয়ে এখনও ১১৩ রানে পিছিয়ে রয়েছে তারা। আউট হওয়ার আগে ২৮২ বলের ম্যারাথন ইনিংসে ১৩৩ রান করেছেন আবিদ আলি। এখন উইকেটে রয়েছেন ফাহিম আশরাফ ও হাসান আলি।

তাইজুলের ওভারের দ্বিতীয় বলে সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন আবিদ। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল যাচ্ছিল স্কয়ার লেগের দিকে। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিজের আয়ত্বে নিয়েছিলেন শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি। কিন্তু শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি।

তবে এক বল পর ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত হন পাকিস্তানের সেঞ্চুরিয়ান। তাইজুলের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি আবিদ। সাজঘরে ফিরতে হয়েছে ১৩৩ রান করে। এর আগে ১১৩ রানের মাথায় প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড