• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে লিটন

  ক্রীড়া ডেস্ক

২৭ নভেম্বর ২০২১, ১০:১৭
ছবি : সংগৃহীত

প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিটন দাস, অপরাজিত ছিলেন ১১৩ রান। কিন্তু দ্বিতীয় দিন সকালে আর বেশিক্ষণ উইকেটে থাকা হলো না তার। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

আগেরদিন করা ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নৌমান আলি করেন দিনের প্রথম ওভার। সেই ওভার থেকে একটি করে সিঙ্গেল নেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

অপরপ্রান্তে আক্রমণে আনা হয় ডানহাতি পেসার হাসান আলিকে। তার ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন লিটন। আম্পায়ার প্রথম আউট দেননি। রিভিউ নিয়ে দিনের প্রথম সাফল্য তুলে নেয় পাকিস্তান।

আউট হওয়ার আগে ১১ চার ও ১ ছয়ের মারে ২৩৩ বল থেকে লিটন করেছেন ১১৪ রান। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। লিটনের বিদায়ে ভেঙেছে ২০৬ রানের পঞ্চম উইকেট জুটি।

লিটন ফিরলেও ৮৩ রানে খেলছেন মুশফিক। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড