• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্লাবের ফর্মই কপাল পোড়াল বালোতেল্লির

  অধিকার ডেস্ক    ০৭ অক্টোবর ২০১৮, ২৩:০১

মারিও বালোতেল্লি
ইতালি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মারিও বালোতেল্লি; (ছবি : মেট্রো)

চলতি মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি স্ট্রাইকার মারিও বালোতেল্লির। ফরাসি লিগ ওয়ানে নিসের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নামতে পেরেছেন। গোল পাননি একটিও। ক্লাবের হয়ে এমন বাজে ফর্মের কারণে তিনি কাটা পড়েছেন জাতীয় দল ইতালির স্কোয়াড থেকে।

সাবেক ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তারকা বালোতেল্লিকে ছাড়াই আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে জেনোয়াতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ও চারদিন পর অতিথি হিসেবে পোল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামবে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

২৮ সদস্যের দলে ফিরেছেন সেবাস্তিয়ান জিওভিঙ্কো। দীর্ঘ তিন বছর পর ডাক পেয়েছেন টরেন্টো এফসির ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতালির হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন সাবেক জুভেন্তাস তারকা। সবশেষ ২০১৬ ইউরোর বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

স্কোয়াড :

গোলরক্ষক : অ্যালেসিও ক্রানিয়ো, জিয়ানলুইজি দোনারুমা, মাত্তিয়া পেরিন, সালভাতোরে সিরিগু।

ডিফেন্ডার : ক্রিস্তিয়ানো বিরাগি, ফ্রান্সেসকো আকারবি, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চিয়েলিনি, দমেনিকো ক্রিসসিতো, দানিলো ডি'আমব্রোসিও, এমারসন পালমিয়েরি, আলেসান্দ্রো ফ্লোরেনজি, অ্য্যালেসিও রোমানিয়োলি।

মিডফিল্ডার : নিকোলো বারেলা, ফেদেরিকো বারনার্দেশি, গিয়াকোমো বোনাভেঞ্চুরা, রবার্তো গাগলিয়ারদিনি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি, মার্কো ভেরাত্তি।

ফরোয়ার্ড : জিয়ানলুকা কাপরারি, দমেনিকো বেরার্দি, ফেদেরিকো চিয়েসা, প্যাট্রিক কুত্রোনে, সেবাস্তিয়ান জিওভিঙ্কো, চিরো ইমমোবিলে, লরেঞ্জে ইনসিনিয়ে, সিমোনে জাজা।