• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখনই মাঠে ফেরা হচ্ছে না মুস্তাফিজের

  ক্রীড়া প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২১, ১৮:০৭
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন মুস্তাফিজুর রহমান। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। সে কারণে বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। জানা গেছে মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে এই বাঁহাতি পেসারের।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজের এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার ফল ভালো এসেছে। তবে ওর যেহেতু সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য কিছু সময় বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানিক বিশ্রামে থাকবেন। ফিজিও দেখে সিদ্ধান্ত নেবেন। এসব ক্ষেত্রে ২-৩ সপ্তাহও লেগে যায়। তবে সেটি এখনি বলা যাচ্ছে না।’

মুস্তাফিজ যে ম্যাচে ইনজুরিতে পড়েন, সে ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচটিতে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৮ উইকেটের বড় হারে সিরিজও খুঁইয়ে বসে টাইগাররা। সে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

লোহার প্রাচীর টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। সে ঘটনার পরেই পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। যদিও সে ঘটনায় সঙ্গে তার পায়ে অস্বস্তি বোধ করার কোনো সম্পর্ক নেই।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড