• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় ক্রিকেটে ‘গরুর মাংস’ বিতর্ক

  ক্রীড়া ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ১৭:৪৫
বিসিসিআই লোগো (ছবি: সংগৃহীত)

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে খাদ্য তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতে। একটি খবরে জানানো হয়েছে, ক্রিকেটারদের খাদ্য তালিকায় গরু ও শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। শুধু মাত্র হালাল মাংসের বিষয়টি রাখা হয়েছে এই তালিকায়!

এমন খবরে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কর্মকর্তারাও ভীষণ বিস্মিত। এমন নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিয়েছেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুন ধুমাল। বলেছেন এমন কোনও নির্দেশনা বোর্ড দেয়নি, ‘খাদ্য তালিকা নিয়ে কখনও আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে জোরও খাটানো হবে না। কী খেতে হবে, আর কি খাওয়া যাবে না, এমন নির্দেশনা বোর্ড কখনও দেয় না। নিজেদের খাবার পছন্দ করতে তারা সব সময় স্বাধীন।’

এমন খবরে উত্তেজনা ছড়ায় সামাজিক মাধ্যমেও। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা বলেছেন, সব কিছুই গুজব, ‘কোনও স্টাফ এমনকি ক্রিকেটারকেও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। যা বলা হচ্ছে, তার সবই গুজব, ভিত্তিহীন।’

এই বিতর্কের মাঝেই কাল কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারতের প্রথম টেস্ট। যা অনুষ্ঠিত হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড