• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিঠুনের বোলিং ভেলকি, একাই নিলেন ৭ উইকেট

  ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২১, ২১:৩৬
ফাইল ছবি

আসল পরিচয় ব্যাটসম্যান। উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় তাকে। কিন্তু এই দুটির কোনোটিই নয়। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভিন্ন ভূমিকায় আলো ছড়িয়েছেন মোহাম্মদ মিঠুন। ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের হয়ে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।

ম্যাচটিতে অবশ্য ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। ঢাকার করা ৩৩৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৩ রান করে মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। ১৯ বল থেকে ৩ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। ওই ইনিংসে দলটির পক্ষে ৯৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন সৌম্য সরকার।

ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে ওঠেন মিঠুন। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ডানহাতি অফস্পিনে তাদের ৮ উইকেটের সাতটিই নেন মিঠুন। বাকি উইকেটটি নেন টিপু সুলতান।

ইনিংস শেষে মিঠুনে বোলিং ফিগার দাঁড়ায় ১৮ ওভার ৪ বলে ৭ উইকেট। যার মধ্যে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৫টি মেইডেন ওভার। এদিকে তৃতীয় দিনশেষে ৭ রান তুলে কোনো উইকেট হারায়নি ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড