• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপ্ত’র ব্যাটে প্রথম সেঞ্চুরি দেখল টাইগ্রেসরা

  ক্রীড়া ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১৭:০৭
ছবি: সংগৃহীত

ছেলেদের ক্রিকেটে দুর্দিনে দোর্দন্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীদের ক্রিকেটে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে অনবদ্য এক সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা প্রথম কোনো সেঞ্চুরির রেকর্ড।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।

ব্যক্তিগত ইনিংসে ৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

এরপরই ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন সুপ্ত। পরে ১৪১ বলে ব্যক্তিগত ১৩০ রান করে আউট হয়েছেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চারের মারে। অন্যান্যদের মধ্যে ফারজানা ৬২ বলে ৬৭ ও নিগার সুলতানা ২৬ বলে ৩৩ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩২২ রান তোলে বাংলাদেশ।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড