• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিফা দ্য বেস্ট-র লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার

  ক্রীড়া ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১১:২০
ছবি : সংগৃহীত

আর মাত্র তিন দিন পরেই জানা যাবে কার হাতে উঠছে চলতি বছরের ব্যালন ডি’অর। এর ঠিক আগে ফিফাও ঘোষণা করল বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা। ব্যালন ডি’অরের ন্যায় ফিফা বর্ষসেরার দৌড়েও আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

চলতি বছরে আন্তর্জাতিক শিরোপাখরা কেটেছে মেসির, আর্জেন্টিনার হয়ে জীবনে প্রথমবারের মতো জিতেছেন কোপা আমেরিকা। এর আগে বার্সেলোনার হয়ে কোপা দেল রেও জিতেছেন তিনি। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে তার হয়েই। ৪১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। তারই সুবাদে এবারের বর্ষসেরার তালিকায় আছেন এলএমটেন। এই তালিকায় মেসি ছাড়াও আছেন কারিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, রবার্ট লেভান্ডভস্কিদের মত তারকারাও।

এই তালিকাটি তৈরি করেছেন ফিফার তিন সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেল যাতে ছিলেন টিম ক্যাহিল, ডেভিড ত্রেজেগে, অ্যালেক্সি লালাস। নারীদের বিশেষজ্ঞ প্যানেলও বেধে দিয়েছিল ফিফা। এনিওলা আলুকো, এমা ব্রুইনা, মার্তারা ছিলেন এই প্যানেলে।

মূলত চার প্রকার ভোটে ফিফা বর্ষসেরার সব পুরস্কার নির্ধারিত হয়। এখানে ফিফার আওতাধীন দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিকদের পাশাপাশি গণভোটও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণভোটের সুযোগ খোলা থাকছে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী জানুয়ারির শুরুতে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করবে ফিফা। সবশেষে আগামী ১৭ জানুয়ারি ঘোষিত হবে গ্রহের সেরা ফুটবলারের নাম।

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত যারা-

ফিফার সেরা পুরুষ ফুটবলার কারিম বেনজেমা (ফ্রান্স / রিয়াল মাদ্রিদ) কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম / ম্যানচেস্টার সিটি) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্তাস/ম্যানচেস্টার ইউনাইটেড) রবার্ট লেয়ানডস্কি (পোল্যান্ড / বায়ার্ন মিউনিখ) লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/প্যারিস সেইন্ট জার্মেইঁ) নেইমার (ব্রাজিল/প্যারিস সেইন্ট জার্মেইঁ) আর্লিং হ্যালান্ড (নরওয়ে / বরুসিয়া ডর্টমুন্ড) জর্জিনিও (ইতালি / চেলসি) এনগোলো কান্তে (ফ্রান্স / চেলসি) কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স / প্যারিস সেইন্ট জার্মেইঁ) মোহামেদ সালাহ (মিশর / লিভারপুল)

ফিফার সেরা নারী ফুটবলার স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস (সুইডেন / বিকে হ্যাকেন) আইতানা বনমাতি (স্পেন/বার্সেলোনা) লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড / ম্যানচেস্টার সিটি নারী) ম্যাগডালেনা এরিকসন (সুইডেন / চেলসি এফসি নারী) ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (নরওয়ে / বার্সেলোনা) পার্নিল হার্ডার (ডেনমার্ক / চেলসি এফসি মহিলা) জেনিফার এরমোসো (স্পেন / বার্সেলোনা) জি সো-ইউন (কোরিয়া প্রজাতন্ত্র / চেলসি এফসি মহিলা) স্যাম কের (অস্ট্রেলিয়া / চেলসি এফসি মহিলা) ভিভিয়ান মিডেমা (নেদারল্যান্ডস / আর্সেনাল নারী) এলেন হোয়াইট (ইংল্যান্ড / ম্যানচেস্টার সিটি নারী) আলেক্সিয়া পুটেলাস (স্পেন / বার্সেলোনা) ক্রিস্টিন সিনক্লেয়ার (কানাডা / পোর্টল্যান্ড থর্নস)

ফিফার সেরা নারী কোচ লুইস কর্টেস (স্পেন / বার্সেলোনা) পিটার গেরহার্ডসন (সুইডেন / সুইডিশ জাতীয় দল) এমা হেইস (ইংল্যান্ড / চেলসি এফসি মহিলা) বেভারলি প্রিস্টম্যান (ইংল্যান্ড / কানাডিয়ান জাতীয় দল) সারিনা উইগম্যান (নেদারল্যান্ডস / ডাচ জাতীয় দল / ইংল্যান্ড জাতীয় দল)

সেরা ফিফা পুরুষ কোচ আন্তনিও কন্তে (ইতালি / ইন্টার / টটেনহ্যাম হটস্পার) হ্যান্সি ফ্লিক (জার্মানি / বায়ার্ন মিউনিখ) পেপ গার্দিওলা (স্পেন / ম্যানচেস্টার সিটি) রবার্তো মানচিনি (ইতালি / ইতালি জাতীয় দল) লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি (আর্জেন্টিনা / আর্জেন্টিনার জাতীয় দল) দিয়েগো সিমিওনে (আর্জেন্টিনা / অ্যাটলেটিকো মাদ্রিদ) টমাস টুখেল (জার্মানি / চেলসি)

ফিফার সেরা নারী গোলরক্ষক অ্যান-ক্যাট্রিন বার্গার (জার্মানি / চেলসি এফসি নারী) ক্রিশ্চিয়ান এন্ডলার (চিলি / প্যারিস সেন্ট জার্মেই / অলিম্পিক লিওনাইস) স্টেফানি লিন মারি ল্যাবে (কানাডা / রোজেনগার্ড / প্যারিস সেন্ট জার্মেই) হেডভিগ লিন্ডাহল (সুইডেন / অ্যাটলেটিকো মাদ্রিদ ফেমেনিনো) অ্যালিসা নাহের (মার্কিন যুক্তরাষ্ট্র / শিকাগো রেড স্টারস)

সেরা ফিফা পুরুষ গোলরক্ষক অ্যালিসন বেকার (ব্রাজিল / লিভারপুল) জিয়ানলুইজি ডনারুমা (ইতালি / এসি মিলান / প্যারিস সেইন্ট জার্মেইঁ) এদুয়ার্দ মেন্ডি (সেনেগাল / চেলসি এফসি) ম্যানুয়েল নিউয়ার (জার্মানি / বায়ার্ন মিউনিখ) ক্যাসপার স্মেইকেল (ডেনমার্ক / লেস্টার সিটি)

ওডি/এমএ/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড