• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২১ সালের ‘গোল্ডেন বয়’ পেদ্রি

  ক্রীড়া ডেস্ক

২২ নভেম্বর ২০২১, ২০:০৬
ছবি: সংগৃহীত

বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয় অ্যাওয়ার্ড’ জিতলেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ইউরোপের ২১ বছর বা তার চেয়ে কম বয়সীদের মধ্যে বছরের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত।

আজ সোমবার (২২ নভেম্বর) ২০২১ সালের সেরা হিসেবে ১৮ বছর বয়সী পেদ্রির নাম ঘোষণা করা হয়। গতবছর ছন্দময় ফুটবলে গোটা বিশ্বকে বিমোহিত করায় এ পুরস্কারে ভূষিত হলেন মাঝ মাঠের এই কাণ্ডারি।

গত বছর এ পুরস্কার জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের নওয়ের স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। তার আগেরবার পেয়েছিলেন ওই বছরই বেনফিকা থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া জোয়াও ফেলিক্স।

২০২১ সালের সেরার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যামকে পেছনে ফেলেছেন পেদ্রি। ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম পেয়েছেন ১১৯ ভোট আর পেদ্রি পেয়েছেন ৩১৮। সেরা ও রানারআপের মধ্যে ১৯৯ ভোটের ব্যবধান পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ।

আগামী ১৩ ডিসেম্বর তুরিনে এক অনুষ্ঠানের মাধ্যমে পেদ্রিকে পুরস্কৃত করা হবে। ২০০৫ সালে বার্সেলোনার হয়ে প্রথম এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড