• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে ছয় ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান বিসিবির

  ক্রীড়া প্রতিবেদক

২২ নভেম্বর ২০২১, ১৯:৩২
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর ২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা রয়েছে। আসন্ন এই আসরের জন্য নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অফিসিয়াল সাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের আসরটিও হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে বিশেষ আয়োজনে।

করোনা পরিস্থিতির কারণে গত বছর আয়োজিত হয়নি দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

এর আগের মৌসুমে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করা হয়েছিল বিপিএলের আসর। সেই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস।

ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশ নেয়া দলগুলোর সঙ্গেই লম্বা সময়ের জন্য চুক্তি সারবে বিসিবি। যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বিপিএলের এবারের আসরের পর।

বিসিবির ভবিষ্যৎ সূচি অনুযায়ী, এবারের বিপিএল হওয়ার কথা রয়েছে ২০ জানুয়ারি থেকে এবং ফাইনাল হওয়ার কথা রয়েছে ২০ ফেব্রুয়ারির মধ্যে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড