• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসানকে তিরস্কার-বাংলাদেশকে জরিমানা আইসিসির

  ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর ২০২১, ১৫:২৫
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশ দলকেও।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নুরুল হাসান সোহানকে আউট করার পর মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন হাসান। এই বিষয়টি নজর এড়ায়নি আইসিসির।

বিষয়টিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এর ফলে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটাই হাসানের প্রথম ডিমেরিট পয়েন্ট।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন হাসান। শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে জরিমানার কবলে পড়তে হয়েছে বাংলাদেশ দলকেও। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের সব ক্রিকেটারের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে অধিনায়কসহ সবাইকে নুনতম ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড