• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনা না জিতেও এশিয়ান আর্চারিতে রুবেল-দিয়ার ইতিহাস

  ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২১, ১৪:৪১
ছবি: সংগৃহীত

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে সোনা জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। তবে চূড়ান্ত লড়াইয়ে বিজয়ীর হাসি হাসতে পারেননি দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল। আজ শুক্রবার (১৯ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে রূপা নিয়েই।

সোনা জয় করা সম্ভব না হলেও ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। এশিয়ান আর্চারির ইতিহাসে যে এটাই দেশের সর্বোচ্চ পদক।

প্রথম সেটের চার তীর থেকে ৩৮ স্কোর তুলে নেন কোরিয়ান দুই আর্চার রিয়ু আর লি। জবাবে নিজেদের প্রথম তীরে ৮ স্কোর তুলতে পারেন দিয়া ও রুবেল দু’জনেই । পরের তীরে দিয়া ৯ তুললেও হাকিম তুলতে পারেন কেবল ৭ স্কোর। ফলে ৩৮-৩২ ব্যবধানে প্রথম সেট হারেন দিয়া-রুবেল।

দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ চার তির থেকে ৩৮ স্কোর করে। জবাবে দিয়া ও রুবেলের চার তির তুলতে পারে যথাক্রমে ৮, ৮, ৯, ও ৮ স্কোর। ৩৮-৩৩ ব্যবধানে এ সেটটাও হাত ফসকে যায় বাংলাদেশের।

শেষ সেটটাতেও কোরিয়া তোলে ৩৮ পয়েন্ট। প্রথম দুই সেটে হারের পর এবার ঘুরে দাঁড়ান দিয়া ও রুবেল। দিয়া দুই সেটে তোলেন ১৮, আর রুবেল দুটো তীরেই ১০ করে তুলে স্কোর করেন ২০। তাতে বাংলাদেশের স্কোরও দাঁড়ায় ৩৮। পয়েন্ট সমান হওয়ায় এই সেটের পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

তবে শুরুর দুই সেট হারায় ৫-১ ব্যবধানে ম্যাচের ফলটা যায় বাংলাদেশের বিপক্ষে। শেষ সেটের প্রতিদ্বন্দ্বীতাটা কাজে আসেনি তাই।

তবে যা হয়েছে তাও কম কীসে? আগের সব রাউন্ডের কীর্তিতে যে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রূপা জয়, আর ইতিহাস!

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড