• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখন কে দেবে আশা, কে দেবে ভরসা!

  ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২১, ১৪:৩০
নাঈম
ছবি: সংগৃহীত

ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাইম শেখ। তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে উইকেট বিলিয়ে দেন অভিষেক হওয়া সাইফ হাসান। তাতে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেল বাংলাদেশ।

থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। পঞ্চম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার বিদায়ে ১৫ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

কিছুটা ধীরে ব্যাট করে আফিফকে মাঠে থাকার চেষ্টা চালায় কাপ্তান মাহমুদুল্লাহ। কিন্তু দলীয় ৪০ রানের মাথায় মাহমুদুল্লাহ বোল্ড আউট হয়ে ফিরে যায়।

এদিন পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে সাইফ হাসানের। লম্বা সময় পর একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। এদিন তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এদিকে ম্যাচের আগেরদিন ১২ সদস্যের নাম ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ- নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, শাদাব খান (সহ-অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড