• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের প্রথম পদক জয়

  ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২১, ১৫:০০
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গণে আশার বাণীই যেন বয়ে আনল আর্চারি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে পরাজিত করে বাংলাদেশ। এশিয়ান আরচ্যারিতে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়ের রেকর্ড।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার)। যদিও সেমিফাইনালে ৬-০ সেটে কোরিয়ার কাছে হেরে যায় দিয়া-নাসরিনরা। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ২২৬-২২৭ স্কোরে ইরানের কাছে পরাজিত হয় বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার)।

রিকার্ভ মহিলা দলগতের পর পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পদক এসেছে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রুমান-রুবেল-রামকৃষ্ণ সাহা।

বাংলাদেশের পদক জয়ের আশা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি। রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণের জন্য লড়বেন দিয়া ও রুবেল।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড