• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেফারিং নিয়ে রেগে আগুন ব্রাজিল কোচ

  ক্রীড়া ডেস্ক

১৭ নভেম্বর ২০২১, ১০:৫৪
ছবি : সংগৃহীত

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়েছে ব্রাজিলের এবারের বিশ্বকাপ বাছাইয়ের সূচি। তবে আগের ম্যাচেই কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে দলটি।

বুধবার ভোরে নির্ভার থেকেই আর্জেন্টিনার মাঠে খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু দুই দলের ফাউলে পরিপূর্ণ ম্যাচে কেউই নিজের সেরা খেলাটা উপহার দিতে পারেনি।

দুই দল মিলে রেফারিকে ফাউলে বাঁশি বাজাতে বাধ্য করেছে মোট ৪২ বার, হলুদ কার্ড দেখানো হয়েছে সাতবার। তবু রেফারিং নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিল কোচ তিতে।

ম্যাচ শেষে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ভূমিকা নিয়ে রেগে আগুন ব্রাজিলের কোচ। ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিতের আপত্তির জায়গা হলো রাফিনহাকে মারা ওটামেন্ডির কনুইয়ের গুঁতো। যা কি না ফাউল ধরা হয়নি।

তিতে বলেছেন, ‘আন্দ্রেস কুনহা অসাধারণ একজন রেফারি। তার টেকনিক্যাল কোয়ালিটি ও দৃষ্টিভঙ্গি খুবই ভালো। কিন্তু রেফারিং সবসময় দলীয় একটা প্রচেষ্টার ওপর দাঁড়ায়।’

তিনি আরও যোগ করেন, ‘ভিডিও এসিস্ট্যান্ট রেফারির জন্য এটা অসম্ভব ছিল, আমি আবারও বলছি এটা অসম্ভব ছিল ওটামেন্ডির দেওয়া কনুইয়ের গুঁতোটা না দেখা।’

ব্রাজিল কোচের শেষ কথা, ‘এটিই কি ম্যাচের ফল নির্ধারক ছিল? আমি জানি না। ম্যাচটা কি দুই দলের জন্য দারুণ ছিল? হ্যাঁ ছিল। কিন্তু ভিএআর রেফারি এভাবে কাজ করতে পারে না। এটা মেনে নেওয়ার মতো নয়, অকল্পনীয়।’

ওডি/এমএ দৈনিক অধিকার odhikar.news

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড