• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাঁটাই নিয়ে এখনই চিন্তিত নন রিয়াল কোচ

  অধিকার ডেস্ক    ০৭ অক্টোবর ২০১৮, ১৪:১৩

হুলেন লোপেতেগি
হুলেন লোপেতেগি

৬ ঘণ্টা ৪৯ মিনিট হয়ে গেল অথচ গোলের দেখা পাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ১৯৮৫ সালে এত সময় গোলহীন ছিল দলটি। তৎকালীন কোচ অ্যামেচিও ওর্তেগা সেই সময় ছাঁটাই হয়েছিলেন। সেই একই চিত্র বর্তমান ক্লাবে। শনিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে। ২০০০ সালের পর প্রথমবারের মত রিয়ালের বিপক্ষে জিতল আলাভেস। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল হুলেন লোপেতেগির শিষ্যরা।

দলের এমন বাজে সময়ে নতুন কোচের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ছাঁটাই হতে পারেন লোপেতেগি। তবে, এই মুহূর্তে ছাঁটাই হওয়া নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সন্মেলনে লোপেতেগি বলেন, 'একজন কোচ কখনোই ছাঁটাই হওয়ার বিষয়ে চিন্তা করেন না। কেননা কোচদের মধ্যে সব সময় ছাঁটাই হওয়া নিয়ে ঝুঁকিতে থাকে'

'অবশ্যই, আমরা হতাশ। এবং জিততে চাই সামনের ম্যাচ গুলো। কেননা চলতি মৌসুম আমরা বেশ ভালোই শুরু করেছিলাম, এবং আমরা এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চেয়েছি, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়ে সাফল্য নিয়ে আসতে পারছি না।'

'একজন কোচ সব সময়ই খেলোয়াড়দের থেকে দলের সেরাটা পেতে চায়। আমার একটুও সন্দেহ নেই আমাদের দলের সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। তবে, তাদের আরও ভালো করতে হবে এবং নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে সামনের ম্যাচ গুলো।'

চলতি মৌসুমে ঘরোয়া লিগে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আলাভেস। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।

সূত্র : গোল ডট কম