• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশকে ১৭৮ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ১৪:০৫
বাংলাদেশকে ১৭৮ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের খেলোয়াড় (ছবি : ইএসপিএন)

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে গ্যারেথ ডিলানির ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়ে আইরিশরা।

নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১৭৭ রান। যেখানে ৫০ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন ডিলানি। এ সময় তিনটি চার ও আটটি ছক্কা আসে তার ব্যাটে। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন দলটির অধিনায়ক এন্ড্রু বালবিরিনি।

তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শেষে টাইগার ডেরায় ফেরা মোস্তাফিজুর রহমান এদিন ছিল খরুচে। চার ওভারে ৪০ রান দিয়েছেন এ বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন ৪১ রান।

তাসকিন ৪ ওভারে দেন মাত্র ২৬ রান। শেখ মেহেদীও ভালো বোলিং করেছেন। ৩ ওভারে খরচ করেছেন ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে দেন ১৩।

আরও পড়ুন : করোনার উৎস খুঁজতে শেষ চেষ্টায় ডব্লিউএইচও

চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড