• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়ারল্যান্ডের দুর্দান্ত শুরু, প্রথম ব্রেক থ্রু আনলেন নাসুম

  প্রযুক্তি ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ১৩:০০
ছবি : সংগৃহীত

প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই চালিয়ে হেরেছিল বাংলাদেশ। লিটন-মুশফিকদের ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। তবে এ পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করে লঙ্কানদের চেপে ধরে টাইগাররা।

যদিও সে ম্যাচ ৪ উইকেটে হেরে গেছে টিম টাইগার। সেই হারের একদিন পরই আবার লিটন দাসের নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আজকের ম্যাচেও নেই মাহমুদউল্লাহ ও সাকিব। তবে আইপিএল মঞ্চ থেকে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

আবুধাবিতে ইতোমধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লিটন দাস। আর ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেছে আইরিশরা। ৫ ওভার খেলা হয়ে গেছে ইতোমধ্যে। আয়ারল্যান্ডের স্কোর এক উইকেট হারিয়ে ৪৪ রান।

এ মুহূর্তে ৮-এর উপরে রানরেট তাদের। দুর্দান্ত খেলছিলেন ওপেনার পল স্টারলিং। ১৬ বলে ২২ রান করে ফেলেন। তাকে থামিয়ে দেন স্পিনার নাসুম আহমেদ।

স্টারলিংয়ের আউটের পর ব্যাট হাতে নেমেছেন গ্যারেথ ডেলানি। ওদিকে ১২ বলে ১৮ রানে অপরাজিত আছেন আরেক ওপোনার এন্ড্রিউ বালবিরনি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড