• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের টাকা আছে, তারাই বিশ্ব ক্রিকেট চালায় : ইমরান খান

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০২১, ১৩:৫১
ছবি : সংগৃহীত

সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, কোনো দেশই ভারতের বিরুদ্ধে যায় না। কারণ তাদের কাছে বিপুল অর্থ আছে।

মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘ইংল্যান্ড এটিকে এমনিই যেতে দিয়েছে। আমার মনে হয় ইংল্যান্ডে এখনও এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’

এ সময় ইমরান খান জানান, মূলত টাকার দাপটেই এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতে। কেননা তারা খেলাটিতে অনেক বেশি টাকা ঢেলে থাকে। যার ফলে কোনো দেশই ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবে না।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘টাকাই এখন বড় অস্ত্র। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেট বোর্ডের জন্যও। আর সেই টাকা আছে ভারতে। তাই এখন ভারতই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাচ্ছি, তারা যা করে, যা বলে কেউই এর বিপরীতে কিছু বলার সাহস দেখায় না। কারণ এখানে অনেক টাকার বিষয় রয়েছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড