• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বিসিবির মসনদে পাপন

  ক্রীড়া প্রতিবেদক

০৭ অক্টোবর ২০২১, ১৫:৩৬
আবারও বিসিবির মসনদে পাপন
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন (ছবি : সংগৃহীত)

নির্বাচন শুরুর অনেক আগেই জানিয়েছিলেন, এবার সভাপতি নাও হতে পারেন। কিন্তু আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে বসলেন সেই নাজমুল হাসান পাপনই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) পরিচালনা পর্ষদের ভোটে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবি সূত্র থেকে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত বুধবারের (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। এবার মোট ৫৭ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভ করে বিসিবিতে এসেছেন পাপন। কারণ আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০১২ সালে প্রথম দফায় সরকারের মনোনয়নে সভাপতি হয়ে বিসিবিতে এসেছিলেন পাপন। এরপর ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তারপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। যদিও এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনি। এর মাধ্যমে টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদের জন্য পরিচালক হিসেবে নির্বাচিত হলেন পাপন। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো বসলেন বিসিবি সভাপতির গদিতে।

আরও পড়ুন : বাংলাদেশি পাসপোর্টে ফের অবনতি

নবনির্বাচিত পরিচালকরা দুপুরের দিকে আসেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে। পুরো স্টেডিয়াম জুড়েই নির্বাচিত পরিচালকদের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। স্টেডিয়ামের মূল ফটকের ভেতরে লোকে লোকারণ্য। জয়ের মিছিলে নতুন পরিচালকদের স্বাগত জানিয়েছেন তারা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড