• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমি পত্রিকা পড়ি না : কোম্যান

  ক্রীড়া ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯
রোনাল্ড কোম্যান
রোনাল্ড কোম্যান। (ছবি: সংগৃহীত)

চাকরি নিয়ে টানাটানি তার লেগেই আছে। শেষ তিন ম্যাচে বার্সেলোনা জয়ের দেখা পায়নি। প্রতি ম্যাচের পরই শোনা যায় রোনাল্ড কোম্যানের চাকরিটা গেল। নতুন কোচ হিসেবে ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভিসহ বেশ কয়েক জনকে নিয়ে গুঞ্জন ছড়ায়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোম্যান। ঘুরেফিরে আসলো তার চাকরির প্রসঙ্গ। জবাবে নেদারল্যান্ডের এই কোচ বললেন, নতুন কোচের নামের ব্যাপারে শুনলেও পত্রিকা পড়েন না তিনি।

কোম্যান বলেন, ‘আমাকে বদলে নতুন কোচ নিয়োগ দেওয়ার নামগুলো সম্পর্কে আমার ধারণা আছে। কিন্তু আমি পত্রিকা পড়ি না। যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, সেটাতে আমার শক্তি অপচয় করতে চাই না।’

সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বার ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে তর্কে জড়িয়েছেন কোম্যান। এ নিয়ে তিনি বলেন, ‘ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি কথা বলতে পারেন এবং মতামত জানাতে পারেন। আমার কোনো সমস্যা নেই।’

আরও পড়ুন : ‘ভাই’ ব্রাভোর সঙ্গে ধোনির লড়াই

দলের গোল করার সমস্যা নিয়ে তিনি বলেন, ‘ডিপাই কাদিজের বিপক্ষে গোল করতে না পারায় নিজেকে ব্যর্থ মনে করেছে। কিন্তু তার যা আছে, সেটার প্রতি আস্থা রাখতে হবে। সে যেভাবে খেলছে, সেটা চালিয়ে যেতে হবে তাকে। মৌসুমের শুরু থেকেই আমরা অনেককিছু করে আসছি। আমি খেলোয়াড়দের চলে যাওয়া মেনে নিয়েছি দলের ভালোর জন্য।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড