• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন কোহলি

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯
এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন কোহলি
বিরাট কোহলি (ছবি : ইএসপিএন)

ভারতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটি বিরাট কোহলি গেল সপ্তাহেই দিয়েছিলেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবেন না তিনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও অধিনায়কত্ব ত্যাগের ঘোষণা দিলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।

রবিবার (১৯ সেপ্টেম্বর) আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর দিন এক ভিডিয়ো বার্তায় আগামী মৌসুম থেকে আর অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন কোহলি। যদিও আইপিএলে যতদিন খেলবেন, ততদিন ব্যাঙ্গালুরুতেই থাকার অঙ্গীকার করেছেন টুর্নামেন্টের ইতিহাসের সফলতম এ ক্রিকেটার।

ভিডিয়ো বার্তায় কোহলি বলেছেন, আজ (রোববার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে আলোচনা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লিগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর। বেশকিছু দিন যাবত এটা আমার ভাবনাতে ছিল।

তিনি আরও বলেন, অনেক বছর যাবত আমার ওপর চাপ অনেক বেশি। আর তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টুয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি। আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কোহলির মতে, বুঝতে পারছি ব্যাঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে। যদিও টিম ম্যানেজমেন্টকে বলেছি, ব্যাঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা আমি ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তা-ই থাকব।

হার্ড হিটার এই ব্যাটসম্যান বলেন, আনন্দ-বেদনা ও হতাশার ৯ বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, যাত্রা চলবে। যেভাবে অনেক বছর ধরে চলছে, সেভাবেই চলবে। সবাইকে ধন্যবাদ।

অধিনায়ক হিসেবে শুধুমাত্র আইপিএলে শিরোপাটিই জিততে পারেননি কোহলি। এছাড়া ব্যাট হাতে অধিনায়কদের মধ্যে তিনিই সবার সেরা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১৩২ ম্যাচে অধিনায়কত্ব করে ৬২টি জিতেছেন কোহলি। সেরা সাফল্য ছিল ২০১৬ সালের আসরে ফাইনালে ওঠা। সেবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে কোহলির ব্যাঙ্গালুরু।

আরও পড়ুন : বাড়তি কাজের চাপে বছরে ১৯ লাখ মৃত্যু

ব্যাট হাতে এখন পর্যন্ত ৩৭.৯৭ গড় ও ১৩০.৪১ স্ট্রাইক রেটে ৬ হাজার ৭৬ রান করেছেন তিনি। আর অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরিতে ৪৩.২৭ গড় ও ১৩৪.১১ স্ট্রাইক রেটে ৪ হাজার ৬৭৪ রান করেছেন কোহলি। যা আর কোনো ব্যাটসম্যান বা অধিনায়ক করে দেখাতে পারেননি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড