• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপেও আফগানদের চায় না প্রোটিয়ারা

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯
পেইন (ছবি : সংগৃহীত)

দিনকয়েক আগে আগে আফগান নারী ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর পরেই আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট বাতিলের হুমকিও দিয়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন এক সাক্ষাৎকারে জানান, ‘দেশের অর্ধেক জনসংখ্যার অধিকার’ কেড়ে নেওয়া দলের বিপক্ষে বিশ্বকাপের মতো আসরে খেলা উচিত নয় কোনো দলেরই।

গত মেয়াদে যখন তালেবানরা ক্ষমতায় ছিল সে সময় নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের খেলাধুলাও চলে গিয়েছিল হিমাগারে। তবে এবার ‘উদারনীতিবাদি’ আফগান সরকার সেই নীতি থেকে সরে এসেছে। খেলার সুযোগ দিচ্ছে রশিদ খানদের। তবে নারীদের নিয়ে মনোভাবের পরিবর্তন আসেনি তাদের মাঝে।

তালেবান সরকারের এমন সিদ্ধান্তে এতদিনে টেস্ট স্ট্যাটাসই হুমকির মুখে পড়ে যাওয়ার কথা আফগানদের। টেস্ট মর্যাদা পাওয়া প্রতিটি দেশে যে নারী ক্রিকেট চালু রাখার শর্ত আছে আইসিসির! সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইসিসি। তবে পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন আফগানদের তো শূলে চড়ালেনই, তীর্যক বাক্যবাণে বিদ্ধ করলেন আইসিসিকেও। বললেন, ‘আমার মনে হয় না, আমরা এমন দেশের সঙ্গে একই কাতারে থাকতে চাই, যারা আক্ষরিক অর্থেই তাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের সুযোগ ও অধিকার কেড়ে নিয়েছে। এটা খুবই দুঃখজনক। এমন এক দল কী করে আইসিসি অনুমোদিত একটা টুর্নামেন্টে খেলতে পারে, বিষয়টা দেখা খুব, খুবই কঠিন হতে যাচ্ছে।’

বিশ্বকাপের একমাসের মতো বাকি আর, এখনো আইসিসি কিছু জানায়নি বলে হতবাক পেইন। তার কথা, ‘আইসিসির কাছ থেকে এই বিষয়ে কোনো কিছু শুনিনি আমরা। বিষয়টা হতবাক করে দেওয়ার মতো, কারণ মাত্র এক মাসের দূরত্বে আছে একটা বিশ্বকাপ!’

আইসিসি যদি সিদ্ধান্ত নাও জানায়, তবুও আফগানদের শিক্ষা দেওয়ার একটা উপায় বের করেছেন পেইন। বললেন, ‘আমার মনে হয়, দলগুলো যদি তাদের বিপক্ষে খেলা থেকে নিজেদের সরিয়ে নেয় ও বিভিন্ন দেশের সরকার তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে, তাহলেই তাদের পক্ষে বিশ্বকাপে খেলা অসম্ভব।’

একই কারণে আফগানদের বয়কট নিয়ে বিশ্বকাপের আগে আলোচনায় বসবে দলগুলো, ইঙ্গিত মিলল পেইনের কথায়। বর্তমান পরিস্থিতি অনুসারে বিশ্বকাপের আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। কারণ আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত আসবে এ বিষয়ে। তবে সদস্য দেশগুলো চাপ দিতে থাকলে আরও আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড