• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ ম্যাচে অনিশ্চিত সাকিব

  ক্রীড়া প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২০
শেষ ম্যাচে অনিশ্চিত সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে অনিশ্চিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চোট গুরুতর না হলেও আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় তাকে নিয়ে আর কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার কথাই জানিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

চোটের ধরণ গুরুতর নয় জানিয়ে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বলছে, সাকিবের হাতের ছোট চোট, খুব গুরুতর কিছু নয়। কারণ সে রকম কিছু হলে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকত। দলের সঙ্গে থাকা ফিজিও ব্যাপারটা দেখছেন।

এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিতের ফলে এমনিতেই সাকিবসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রামে থাকবেন।

গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ টি-টুয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটের ব্যবধানে জিতেছে। আগে ব্যাট করে কিউইরা করেছিল মাত্র ৯৩ রান।

আরও পড়ুন : গণটিকার দ্বিতীয় ডোজ শেষ হচ্ছে আজ

উল্লেখ্য, সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে। এর আগেই আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড