ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগের লড়াইয়ে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি। পোর্তোকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল থমাস টুখেলের দল।
করোনা পরিস্থিতির কারণে বুধবার রাতে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল চেলসি ও পোর্তো। ম্যাচটি ২-০ গোলে জিতেছে ব্লুজরা। ম্যাসন মাউন্ট দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান বেন চিলওয়েল।
টুখেল দায়িত্ব নেয়ার পর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর গত শনিবার লিগ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ গোলে হারে চেলসি।
সেই ম্যাচটি যে নিছকই দুর্ঘটনা ছিল সেটাই যেন এ ম্যাচে প্রমাণ করলো চেলসি। আগামী মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচে ফের পোর্তোর মুখোমুখি হবে দলটি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড