ক্রীড়া প্রতিবেদক
দেশের দ্রুততম মানবীর খেতার ধরে রাখার পর ২০০ মিটারেও স্বর্ণ জিতেছেন শিরিন আক্তার। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ডাবল জিতলেন রেকর্ড গড়েই।
২০০ মিটারে শিরিন স্বর্ণ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে। দীর্ঘ ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন শিরিন। ২০০৬ সালে নাজমুন নাহার বিউটি ২৪.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন।
ছেলেদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর মো. নাইম ইসলাম। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণজেতা নৌবাহিনীর জহির রায়হান করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ গেমস খেলতে পারছেন না। যে কারণে প্রথমবারের মতো নাইম পালেন ২০০ মিটারের শ্রেষ্ঠত্ব।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড