ক্রীড়া ডেস্ক
৫৫ রান তুলতেই ৪ উইকেট নেই। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রসি ভ্যান ডার ডাসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে সেই বিপদ সামলে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৭৩ রান। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৭৪ রান।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৩৪ রান তোলার পরই বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে দুই ওপেনার কুইন্টন ডি কক (২০) আর এইডেন মার্করামকে (১৯) ফেরান শাহীন শাহ আফ্রিদি।
পরের ওভারে টেম্বা বাভুমা (১) হন মোহাম্মদ হাসনাইনের শিকার। ২১ বল খেলে টিকতে চেষ্টা করা হেনরিক ক্লাসেনও ১ রানের বেশি করতে পারেননি, তার উইকেটটি নেন ফাহিম আশরাফ।
ভীষণ বিপদে পড়া দলকে এরপর টেনে তুলেছেন ডার ডাসেন আর ডেভিড মিলার। পঞ্চম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন তারা। হাফসেঞ্চুরি করার পরই (৫০) মিলারকে উইকেটের পেছনে ক্যাচ বানান হারিস রউফ, ভাঙে জুটি।
ষষ্ঠ উইকেটে আন্দেলু ফেহলুখায়োকে নিয়ে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন ডার ডাসেন। হারিস রউফের দ্বিতীয় শিকার হন ফেহলুখায়ো (২৯)। তবে ডার ডাসেন সেঞ্চুরি তুলে নিয়েও শেষ পর্যন্ত খেলে গেছেন। ১৩৪ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড