ক্রীড়া ডেস্ক
বহুল প্রতীক্ষিত ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ টি-টুয়েন্টি আসর শুরু হয়েছে শুক্রবার। প্রথম ম্যাচে বাংলাদেশ লিজেন্ড’স দলের মোকাবিলা কাছে ইন্ডিয়া লিজেন্ড’স।
সন্ধ্যায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ রফিক। ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী নাজিম উদ্দিন ও জাবেদ ওমর বেলিমের ব্যাটে দারুণ সূচনা করেছে বাংলাদেশ লিজেন্ড’স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৮ ওভারে ৫৯ রান। নাজিম ২৯ বলে ৪৩ আর বেলিম ১২ বলে ১৯ রান করে আউট হয়েছেন।
বাংলাদেশ লিজেন্ড’স: নাজিম উদ্দিন, জাবেদ ওমর, নাফিস ইকবাল, রাজিন সালেহ, হান্নান সরকার, মোহাম্মদ শরিফ, খালেদ মাসুদ পাইলট (উইকেট-রক্ষক), খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক (অধিনায়ক), আলমগীর কবির ও আব্দুর রাজ্জাক।
ইন্ডিয়া লিজেন্ড’স: বীরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার (অধিনায়ক), মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, মনপ্রীত গনি, নমন ওঝা (উইকেট রক্ষক), মুনাফ প্যাটেল, বিনী কুমার, প্রজ্ঞান ওঝা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbo[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড